নান্দাইল প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ: ময়মনসিংহের নান্দাইলে পূর্বশত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে শিং মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৪ নভেম্বর ) দিবাগত রাতে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের মধ্য বাশঁহাটি গ্রামে। গত শনিবার (১৫ নভেম্বর ) সকালে সরেজমিনে দেখা যায়,পুকুরে ভাসছে শত শত মৃত শিং মাছ। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই গ্রামের মাছ চাষি জহিরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় তিনশ মণ মাছ মারা গেছে। খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভোরে পুকুরে ভেসে ওঠা বিপুল পরিমাণ মৃত শিং মাছ দেখে হতবাক হয়ে যান জহিরুল ইসলাম। তিনি জানান,১ একর ৪০শতাংশ আয়তনের পুকুরে শিং মাছ চাষ করেছিলেন।“এক রাতেই প্রায় ৩০ লক্ষ টাকার মাছ মারা গেছে। পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটানো হয়েছে।
জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, স্থানীয় মৃত আজিজুল ইসলামের ছেলে মো.নূরুল ইসলাম মহরি (৫৫) কয়েকদিন আগে তুচ্ছ ঘটনায় তাকে মারধর করে হুমকি দিয়েছিল। শুক্রবার বিকেলে নূরুল ইসলাম মহরির ছেলেদের পুকুরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। তার ধারণা,নূরুল ইসলাম মহরির ছেলে ও সহযোগীরা পুকুরে বিষ প্রয়োগ করেছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, অভিযোগ পাওয়ার পরই একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]