নান্দাইল প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ,ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প” এর আওতায় দুই দিনব্যাপী (২১–২২ অক্টোবর) কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সমাপনী দিনে নান্দাইল উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাইমা সুলতানর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামারবাড়ি'র উপ-পরিচালক মো:এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশিক্ষণ অফিসার ড.উম্মে হাবিবা।
অনুষ্ঠানে তারা অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের গুরুত্ব নিয়ে কৃষক-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুই দিনের প্রশিক্ষণে বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহমেদ তারিফ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানভীনা পারভীভ তৃণা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অনাবাদি জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে পরিবারের সবজির চাহিদা পূরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
উপজেলার বিভিন্ন ব্লক থেকে ৩০ জন কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে ফলজ ও ভেষজ প্রজাতির চারা এবং সবজি বীজের প্যাকেট প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]