আঃ হান্নান আল আজাদ, নান্দাইল উপজেলা প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইলে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫” উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তারের সভাপতিত্বে প্রস্তুতিমূলকত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা,উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতের আমীর কাজী শাসমুদ্দিন, উপজেলা বিএনপি নেতা বাবু পল্লব রায়, এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন, নিহতের পক্ষে আব্দুল আজিজ কুসুম, আহতের পক্ষে শেখ স্বাধীনসহ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ ও জুলাই আহত-নিহতের পরিবারের সদস্যগণ এই সভায় অংশগ্রহণ করেন।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, সারাদেশের ন্যায় সরকারিভাবে নান্দাইল উপজেলা প্রশাসনও এই কর্মসূচি পালনের জন্য প্রস্তুতিমূলক সভা করেছে। এরই মাধ্যমে “জুলাই পুনর্জাগরণ” সফলভাবে আয়োজন করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।