নাটোর সদর উপজেলা প্রতিনিধি: নাটোর সদর উপজেলায় ওষুধের দাম নিয়ে কথা কাটাকাটির জেরে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক পল্লিচিকিৎসকের হাতের রগ কেটে দিয়েছেন ওসমান গণি (৪৩) নামে অপর এক চিকিৎসক। পরে তাকে আহত অবস্থায় নাটোর জেলা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ বাজারে এ ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, জালালাবাদ বাজারে পাশাপাশি ওষুধের দোকান আশরাফুল ও ওসমান গণির। আশরাফুল পেশায় নতুন হলেও ওসমান গণি পুরোনো পল্লিচিকিৎসক।বিভিন্ন সময় সমিতির নির্ধারিত দামের চেয়ে কমবেশি দামে ওষুধ কেনা-বেচা নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল।
সোমবার দিনে ৫৫ টাকার একটি মলম এক ব্যক্তি ৩৮ টাকায় কেনেন ওসমানের দোকান থেকে। এটা জেনে আশরাফুল ওসমানের নিকট সমিতির নির্ধারিত দামে বিক্রি না করার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনা বিকেলে মীমাংসা করে দেন বাজারের অন্য ব্যবসায়ীরা।
Notifications