রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২ | ২৬ মহর্রম ১৪৪৭
নরসিংদীতে ১৬ মহিলা বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
নজরুল ইসলাম নরসিংদী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নরসিংদীতে জেলার ১৬ জন মহিলা বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সম্মাননা দেয়া হয়।সম্মাননাপ্রাপ্তরা হলেন বীরমুক্তিযোদ্ধা মোসা. সামসুন নাহার বেগম,শরিফুন নেছা হাকিম, দিলরবা বেগম, রওশন আরা বেগম, প্রীতি কনা দাস, রেজিয়া বেগম, মনিকা বাগচী, নসিবুন আহমেদ, কোহিনুর বেগম, হাসনা হেনা, আয়েশা হক, হাজেরা খাতুন (মৃত), হাছিনা আক্তার খাতুন, খোদেজা খাতুন, অঞ্জলী দে সরকার ও বেদনা দত্ত। সম্মাননা হিসেবে ১৬ জন মহিলা বীরমুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট ও উত্তরীয় দেয়া হয়। একযোগে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারফ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার,অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, সেক্টরস কমান্ডার্স ফোরাম জেলা শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান,নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী।অনুষ্ঠানে মহিলা বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের নারী বীরমুক্তিযোদ্ধা কোহিনুর বেগম মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.