নবীনগর উপজেলা থেকে মোঃ সোহেল খান: ১ জুন ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মো. সোহেল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হাসিবুর (পিতা: হাবিবুর রহমান) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আজ রবিবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুর চৌধুরী ভিলার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া নবীনগর উপজেলার ধুবাচাইল গ্রামের অবিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুত গতিতে আসা একটি নসিমন গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সোহেল মিয়া মারা যান।
খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হাসিবুরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
দুর্ঘটনার পর নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত সোহেল মিয়ার লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর নসিমন চালক পলাতক রয়েছেন। পুলিশ ঘাতক নসিমনটি জব্দ করেছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এস কে টিভিকে জানান, ইব্রাহিমপুর চৌধুরী ভিলার কাছে একটি দুর্ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নবীনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]