আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে নোয়াগাঁও পশ্চিম পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল বড় বোন, কিন্তু শেষ রক্ষা হয়নি দুজনের কেউই। নিহতরা হলেন ওই গ্রামের মোঃ সাদ্দামের ছেলে মোঃ শরীফ (৭) মেয়ে শিফা (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে খেলা করছিল শরীফ। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। ছোট ভাইকে পানিতে ডুবে যেতে দেখে বড় বোন শিফা তাকে উদ্ধারের জন্য মুহূর্তেই পানিতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু পানি বেশি থাকায় দুজনই তলিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা পানিতে দুই শিশুকে ভাসতে দেখে দ্রুত তাদের উদ্ধার করে নোয়াগাঁও বাজারের শান্তা ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর পরই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]