এম সালমান জমদ্দার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর ৯ নং ওয়ার্ড ভোলাচং বাজার রোডে ২১ এপ্রিল সোমবার বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় নবীনগরগামী মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ০৬ বছরের নন্দিতা ঋষি নামে এক মেয়ে শিশু ঘটনাস্থলেই নিহত হন।
নন্দিতা ঋষি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সীতা নগর ঋষি পাড়ার অমর ঋষির মেয়ে। বৈশাখী মেলা উপলক্ষে ২০ এপ্রিল রবিবার নন্দিতা ঋষি তার মাসির বাড়িতে বেড়াতে আসেন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নন্দিতা ঋষি তার নানি এবং মাসির সঙ্গে নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের পাশে দাঁড়িয়ে ভোলাচং বাজার নামক স্থানে বৈশাখী মেলা উপভোগ করছেন, এক পর্যায়ে নবীনগরগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নন্দিতা ঋষিকে ধাক্কা মারিলে নন্দিতা ঋষি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন, আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই ঘাতক ট্রাক ড্রাইভার ট্রাকটিকে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাই,
এলাকার লোকজন দৌড়ে এসে দেখতে পায় নন্দিতা ঋষির নিতুর দেহ ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে আছে, পরে নবীনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটিকে পুলিশের হেফাজতে নিয়ে আসেন এবং নন্দিতা ঋষির লাশ আইনানুগ ব্যাবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করার আশ্বাস দেন।
Notifications