মোঃ তরিকুল ইসলাম,নড়াগাতী থানা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গার ইউনিয়নের পাখিমারা গ্রামে বুধবার ২০শে আগষ্ট'২৫ সকালে ফিতা কেটে উদ্বোধন করা হলো খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির নতুন খাদ্যশস্য বিতরণ কেন্দ্র। উদ্বোধনের পরপরই চাল নিতে কেন্দ্রের সামনে ভিড় করেন স্থানীয় সুবিধাভোগীরা।
ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ কোবাদ শিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সভাপতি কোব্বাদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, ইউপি সদস্য বোরহান সিকদার ও কাজল মোল্লা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি উপকারভোগী মাসে ৩০ কেজি করে চাল পাবেন, যার মূল্য কেজিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে। বছরে ছয় মাস এ চাল বিতরণ করা হবে।
চাল নিতে আসা পাখিমারা গ্রামের হতদরিদ্র কৃষক আব্দুল গফুর বলেন, “আমাদের মতো গরিব মানুষদের জন্য এই চাল খুব সহায় হয়ে দাঁড়াবে। বাজারে এখন যে দামে চাল কিনতে হয়, সেটা আমাদের পক্ষে বহন করা সম্ভব না।”
এছাড়া স্থানীয় গৃহিণী রোকেয়া বেগম বলেন, “প্রতি মাসে ৩০ কেজি চাল পাওয়া গেলে সংসার চালাতে অনেকটা স্বস্তি মিলবে।”
ডিলার মোঃকোবাদ সিকদার বলেন।বলেন ডিলারশিপের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করতে চাই। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারের একটি মানবিক উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ ন্যায্যমূল্যে চাল পাচ্ছে। এতে একদিকে যেমন মানুষের ভোগান্তি কমছে, অন্যদিকে সমাজে স্বস্তি ফিরছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]