তরিকুল ইসলাম,নড়াগাতী থানা প্রতিনিধি:নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের পশ্চিম পার গ্রামীন ব্যাংকের পেছনে মোঃ কামাল শেখের স্ত্রী লাবনী আক্তার (২২) ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে কালিয়া উপজেলার খাদিজা ক্লিনিকে।
লাবনীর স্বামী কামাল শেখ জানান, গত মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) রাত ৩টার দিকে স্ত্রীকে কালিয়া উপজেলার খাদিজা ক্লিনিকে ভর্তি করা হয়। পরদিন বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিকাল ২টায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক ছেলে ও এক মেয়ের জন্ম দেন লাবনী আক্তার।
অভিযোগ অনুযায়ী, সন্তান জন্মের পর লাবনীকে একটি ইনজেকশন দেওয়া হয়, যা নাকি ছিল মেয়াদোত্তীর্ণ ও ভুল প্রয়োগ। এর কিছুক্ষণ পর লাবনীর শারীরিক অবস্থা অবনতি ঘটে। এসময় ক্লিনিক কর্তৃপক্ষ তাকে খুলনায় নেওয়ার পরামর্শ দেন, খুলনা নেওয়ার পথে আনুমানিক বিকাল ৫ টায় তিনি মারা যান বলে পরিবারের দাবি।
এ বিষয় বিভিন্ন রোগীদের কাছে জিজ্ঞাসা করলে অনেকেই জানান এই ধরণের ঘটনা খাদিজা ক্লিনিকে আগেও অনেক বার ঘটেছে, ওরা বারবার ভুল চিকিৎসা করে আর নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়, সিভিল সার্জনকে টাকা দিয়ে সব ঠিক করে নেয়।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়, ভুক্তভোগী নিরীহ হয় কোন ব্যবস্থা নিতে পারছে না। তবে ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]