রাসেল শেখ,কালিয়া নড়াইল প্রতিনিধি:সারা দেশে বাড়তে থাকা সন্ত্রাস, চাঁদাবাজি এবং প্রকাশ্যে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১২ জুলাই) বিকেলে ৫ টা নড়াইলের কালিয়া পৌর শহরের বাসস্ট্যান্ড মোড়ে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির কালিয়া উপজেলা ও পৌর শাখা।
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আলী হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক কাজী মহসীন আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসান, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ক্বারী শামীম আহমদ এবং হাফেজ মুজাহিদুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে গত ৯ জুলাই যেভাবে পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা হয়েছে, তা নিছক বর্বরতা এবং পুরো জাতিকে স্তম্ভিত করেছে। তারা বলেন, “এই জঘন্যতম ঘটনায় জড়িত ব্যক্তি যেই দলেরই হোক না কেন, কত বড় ক্ষমতাশালী হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি — মৃত্যুদণ্ড — নিশ্চিত করতে হবে।”
তারা আরও বলেন, দেশজুড়ে বিচারহীনতার সংস্কৃতি এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অপরাধীরা বারবার রক্ষা পাচ্ছে। এই অবস্থার অবসান না হলে সাধারণ জনগণের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে।
সমাবেশে শতাধিক নেতাকর্মী অংশ নেন এবং ব্যানার-ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন। বক্তারা দেশব্যাপী চলমান অপরাধের বিরুদ্ধে ইসলামপন্থী শক্তিগুলোর ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।