রাসেল শেখ,কালিয়া নড়াইল প্রতিনিধি:নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ রানার হত্যার ঘটনায় একই উপজেলার পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাজল মোল্লাসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয় আদালত ।
সোমবার (২৫ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. কাজল মোল্লা, সেতু মোল্লা, লিংকু শেখ, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিঠু মোল্লা ও তপু খান ওরফে হাশিব খান। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিভিন্ন মেয়াদের কারাদণ্ডপ্রাপ্ত ১১ জনের মধ্যে প্রথম সাত জন—তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা, সোহাগ মোল্লা ও হাসমত মোল্ল্যা—প্রত্যেকে ১০ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড। বাকি চার জন—নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা ও সম্রাট মোল্ল্যা—প্রত্যেকে এক বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করবেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডালিয়া পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার পর নিহতের স্বজন ও হামলায় ভুক্তভোগীরা বিচারকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তারা আদালতে বিভিন্ন স্লোগান দেন এবং নিহতের ন্যায়বিচার দাবি করেন।
প্রসঙ্গত, পাঁচ বছর আগে মাসুদ রানাকে প্রতিপক্ষ নির্মমভাবে হত্যা করে। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলাটি নড়াইল আদালত থেকে ঢাকার দ্রুত ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তর করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]