মোঃরসেল শেখ,কালিয়া উপজেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার যয়নগড় ইউনিয়ানের রাপুরা বালুর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফার রূপরেখা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নড়াইলের ৯৩/০১ আসনের নির্বাচনী জনসভা ৩১/০৮/২০২৫ তারিখ বিকাল ৪.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন যয়নগড় ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সভাপতি মোঃখাঁন আবুল হোসেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপি’র কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আসজাদুর রহমান (মিঠু,) নড়াগাতী থানা বি এন পির সংগ্রামী সভাপতি খাঁন মতিয়ার রহমান, নড়াগাতী থানা বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক শেখ বুলবুল কবির, কালিয়া উপজেলা বি এন পির সংগ্রামী সাধারন সম্পাদক স,ম ওয়াহিদুজ্জামান মিলু খাসিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নওশের বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন নড়াগাতী থানা যুবদলের সংগ্রামী আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাখাওয়াত হোসেন ঝুনু,,নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাঁন সোহেল রানা ছাত্র নেতা শেখ সাদি প্রমূখ। জনসভায় বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন। জন সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কলাবাড়িয়াবাসী বদ্ধপরিকর। দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বিভিন্ন প্রকার কর্মসূচি চলমান থাকবে তাই সবাই কে সম্পৃক্ত করা আহ্বান জানাচ্ছি এবং একটাই স্লোগান হবে নড়াইল জেলার মাটি ধানের শীষের ঘাটি, কালিয়া উপজেলার মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষ মার্কা কে ভোট দিয়া জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নড়াইল জেলা সহ নড়াগাতী থানার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কমী দের আহ্বান করছি। দীর্ঘ ৩৫ বছর নড়াইল জেলার মাটি এবং মানুষের সঙ্গে মিশে আছি দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের দমন নির্যাতন মোকাবেলা করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আছি এখন অনেক নেতার আগমন ঘটেছে আমাকে নমিনেশন দিলে আমি এমপি হব, না দিলেও আমি জনগণের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ কিন্তু অতিথি পাখিরা জনগণকে ফেলে আবার চলে যাবে তাই আমি বলব এসব শুধু দলের ভিতরে বিভাজন না করে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে নির্বাচন করি এবং তিনি বলেন সামনে নির্বাচন ফ্যাসিস্ট শেখ হাসিনার ভারতে বসে নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে বিভিন্ন প্রকার প্রগণ্ডা ছাড়াচ্ছে আমরা সবাই মিলে নির্বাচন কে বানচাল করতে না পাড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখবো এবং সেটা শক্ত হাতে দমন করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নগর ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ ফরিদ চৌধুরী।