আঃ হান্নান আল, নান্দাইল উপজেলা প্রতিনিধি আজ ২৫ মে ২০২৫ তারিখ নজরুলের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে নজরুল বটমূলে নজরুলজয়ন্তী পালন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পন করেছে সমাজ রূপান্তর রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ।
পুষ্পস্তবক অর্পন শেষে নজরুলের জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকবৃন্দ বলেন, নজরুলরা বারেবারে পৃথিবীতে আসে না, ক্ষণে ক্ষণে আসে। জন্মেই দারিদ্রতার দেখা পেয়ে লড়াই করে সকলের নজরুল হয়ে উঠা পৃথিবীতে বিরল। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহের কবি, সংগ্রামের কবি, জাগরনের কবি, মানবতার কবি, সাম্যের কবি। নজরুল তাঁর লেখনির মাধ্যমে ঝড় তুলেছিলেন সত্য-ন্যায় প্রতিষ্ঠার জন্য। অধিকার ও স্বাধীনতার জন্য। শোষণের শিকল ছিঁড়ে ফেলার জন্য। অত্যাচারীর প্রকোষ্ট ভেঙ্গে ফেলার জন্য। মানবিক সাম্যের সমাজ গড়ার জন্য। চেয়েছিলেন মানুষের মুক্তি, সমাজের মুক্তি। নজরুল ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এতে ধর্মান্ধ উগ্রবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হেনাস্থা করে। নজরুলকে কাফের হিসেবে আখ্যায়িত করে। স্বভাবগতভাবে নজরুল ছিলেন প্রথাবিরোধী। তাই সকল অপশক্তির বিরুদ্ধে তাঁকে লড়তে হয়েছে।
আলোচকবৃন্দ আরো বলেন, নজরুল ছিলেন রাজনীতি সচেতন। বিভিন্ন দলের সাথে তিনি সম্পৃক্ত হন এবং নেতৃত্বও প্রদান করেন। তিনি মনে করতেন, রাজনৈতিক মুক্তি ছাড়া মানুষের মুক্তি আসবে না। তাই তিনি গণমানুষকে অসাম্প্রদায়িক রাজনীতিতে সম্পৃক্ত ও সচেতন করতে লড়াই করেছেন। আলোচকবৃন্দ বলেন, মানবমুক্তির যে বাণী নজরুল রেখে গিয়েছেন তার মর্মার্থ অনুধাবন করে মুক্তির মশাল জ্বালিয়ে আমাদেরকেও সম্মূখপানে এগিয়ে যেতে হবে। এর কোন বিকল্প নেই।
সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন মো: রেজাউল ইসলাম, মারফুয়াত টিপু, তানজিল হোসেন মুণিম, তানজীম মুস্তাকিম অনিক, কমল দাস, জীবন সরকার প্রমূখ।
Notifications