ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার এই নোটিশ দেন।কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (৫ জানুয়ারি) নওগাঁ-৪ নির্বাচনী এলাকার কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে একটি দোয়া মাহফিল ও শোক সভার ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে ডা. ইকরামুল বারী টিপু ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন, যা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আসা ভিডিওতে প্রমাণিত হয়েছে। এ ছাড়া একই দিনে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, প্রার্থীর এসব কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ৩ ও বিধি ১৮-এর স্পষ্ট লঙ্ঘন। এই আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]