রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ১৬ মহর্রম ১৪৪৭
নওগাঁয় কুরিয়ার সার্ভিসে আম পরিবহণ; মতবিনিময় সভা
রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: আম উৎপাদনের পাসাপাশি আম সঠিক ভাবে পরিবহন করতে পারলে লাভবান হবে আম চাষী ও আম ব্যাবসায়ীরা। সেই লক্ষ্যে নওগাঁ জেলার উৎপাদিত আম সঠিক ভাবে পরিবহন ও পরিবহনের দাম নির্ধারণ করতে জেলার আম ব্যবসায়ী ও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাদের নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেল ৩:০০ টায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এর সভাপতিত্বে তার সভা কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সহ-জেলা আম চাষি, পাইকারী আম ব্যবসায়ী , আমের আরতদার ও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা তাতে উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত কুরিয়ার সার্ভিস কর্মকর্তারা আম পরিবহনে কয়েকটি ধাপে কেজি প্রতি ১২ থেকে ১৬ টাকা দাবি করেন।
আম আড়ৎদাররা বলেন, কুরিয়ার সার্ভিসের কাছে আমাদের দাবি আম পরিবহন খরচ যেন কম করা হয়। আম পরিবহন খরচ কম হলে আমরা দেশের বিভিন্ন স্থানে আম পাঠাতে পারবো এতে করে যেমন আম ব্যাবসায়ীরা লাভবান হবে তার পাশাপাশি নওগাঁর আম ছড়িয়ে পড়বে সারাদেশ।
কৃষি বিভাগের কর্মকর্তা বলেন, এবার নওগাঁ চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ মাত্রা রয়েছে। আবহাওয়া ভালো থাকায় উৎপাদন ও ভালো হয়েছে। আপনারা যারা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের সাথে জড়িত তাদের কাছে আমার অনুরোধ গ্রাহকদের কাছ থেকে আপনারা অল্প মুনাফায় আম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে সহযোগিতা করবেন,আরও বলেন এবারে আম্রুপালি,নাক ফজলি,বারিফুত জাতের আম নওগাঁ থেকে বাহিরে যাবে।
এ সময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, আম উৎপাদনে নওগাঁ শীর্ষে। নওগাঁ থেকে প্রচুর আম ঢাকা সহ- সারা বাংলাদেশে যাবে আম পরিবহন সুন্দর হলে আম পরিবহনে আগ্রহ বাড়বে আম ব্যবসায়ীদের বিভিন্ন, এতে করে লাভবান হবে আম চাষী ও আম ব্যবসায়ীরা। আম পরিবহন যেন সুন্দর ও লাভবান হয় সেই বিষয়টি চিন্তা করে কুরিয়ার সার্ভিসের দাবী ও আম ব্যবসায়ীদের উভয়ের কথা ভেবে আম পরিবহনে আগামী সভায় একটি চূড়ান্ত দাম নির্ধারণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.