 
																
								
                                    
									
                                
রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বদলগাছী উপজেলার মিঠাপুরে- ভাতিজা বউকে ধর্ষন করেছে প্রতিবেশী এক চাচা।ও চাচা শসুর কে গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ।রোববার দিবাগত রাত ১২ টায় এঘটনা ঘটে।এঘটনায় গ্রাম্য সালিশে ধর্ষকের পা ভেঙ্গেছে স্থানীয় ইউপি সদস্য।এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মিঠাপুর ইউপির উজালপুর গ্রামের মুনজুরুল দীর্ঘদিন ধরে ঢাকায় রাজমিস্ত্রি কাজ করেন। সেই সুযোগে একই গ্রামের ছহিম উদ্দীনের ছেলে আঃ লতিফ (৫০) ভাতিজা মুনজুরুল হোসেনের স্ত্রী আমিনা খাতুন (২৬) এর সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে। সে সম্পর্কে গতরাতে আবারও অবৈধ কাজে লিপ্ত হলে প্রতিবেশীরা তাদের আটক করে। সোমবার সকালে গ্রাম শালিশ বসিয়ে মিঠাপুর ইউপি সদস্য সাধন চন্দ্র, দেলোয়ার হোসেন ও মাতব্বর এসকেন সোনার আঃ লতিফকে গাছের সাথে বেঁধে বেধরক মারপিটও নির্যাতন করে। এসময় আঃ লতিবের ডান পায়ের গিরালী ভেঙ্গে যায়। এবং মিঠাপুর ইউপির মহিলা গ্রাম পুলিশ নুরছাপা ইউপি সদস্যদের হুকুমে আমিনাকে মারপিট করে এবং বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার হুকুম দেন।সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আঃ লতিফকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষযে় থানায় মামলা প্রক্রিয়াধীন।