রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৩ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ২৭ মহর্রম ১৪৪৭
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১
রিফাত হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় জারিফা(৫) নিহত হয়েছেন। নিহত জারিফান(৫) উপজেলার নজিপুর নতুন হাট এলাকার জাহিদুল ইসলামের মেয়ে।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে নজিপুর হতে একটি বাস নওগাঁ যাওয়ার পথে কাটাবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এক মোটরসাইকেল আরহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই শিশু জারিফার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও ৮-১০ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতরা পত্নীতলা, মহাদেবপুর ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পত্নীতলা ফায়ার এন্ড ডিফেন্স স্টেশন ইনচার্জ রায়হান ইসলাম জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ইউএনও'র অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.