ঢাকার ধামরাইয়ে তিন শতাধিক শীতার্ত ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই)-এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় শীতার্ত মানুষের পাশাপাশি একশ’ জন গরুর ঋণগ্রহীতার খামারের গরুগুলোর শীতজনিত কষ্ট কমানোর জন্য বিশেষ কম্বল বিতরণ করা হয়।অনুষ্ঠানে এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসডিআই’র সিনিঃ পরিচালক সোহেলীয়া নাজনীন হক, সিনিঃ সহকারী পরিচালক (এমই) ইসমাইল হোসেন,এসডিআই’র জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথ প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]