মো: মাসুদুর রহমান, ধামরাই উপজেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পণ্যের মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে ধামরাই বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাইদ। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকায় ব্যাবসায়ী রমজান আলী, সবুজ মিয়া, জাহিদ হাসান ও মোস্তফাকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাইদ বলেন, দোকানে মূল্যে তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ স্থানীয় সরকার পৌর আইন ২০০৯(১০৯) ধারা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে এমন অপরাধ আর না করে।
একইসঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ করার প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ধামরাই উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications