রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ১৪ মহর্রম ১৪৪৭
ধামইরহাটে ৩৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার
মঙ্গলবার দিবাগত রাত ১২.৪০.ঘটিকায় ধামইরহাট থানাধীন ০৪ নং উমার ইউনিয়নের অন্তর্গত কুলফুতপুর গ্রামস্থ জনৈক্য মোঃ জাহেদুল ইসলাম হেলাল (৪৮), পিতা- মৃত আঃ রহিম মন্ডল,পুকুরে খনন কালে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ০১ (এক)টি কথিত কষ্টি পাথরের নারায়ন মূতি,যাহার দৈঘ্য-৩৭” (সায়ত্রিশ ইঞ্চি, প্রস্থ-১৫ ইঞ্চি, ওজন-৪৫.৭ (পয়তাল্লিশ কেজি সাতশ গ্রাম) কেজি, যাহার মূল্য অনুমান=৩৫,০০,০০,০০০/-(পয়ত্রিশ) কোটি টাকা মূল্যের মূর্তিটি দেখতে পেয়ে পুলিশকে অবগত করেন, পরিশেষে পুলিশ মূর্তিটি উদ্ধার করে।
এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী জানান, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত কুলফৎপুর এলাকার মৃত রহিম মন্ডলের ছেলে মো. জাহেদুল ইসলাম হেলাল একটি পুকুর খনেনর কাজ করছিল। খননের একপর্যায়ে ওই পুকুরে মধ্যে মূর্তিটি দেখা গেলে তাৎক্ষনিক থানা পুলিশে অবগত করা হয়। পরে খবর পেয়ে থানার অফিসাার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, সাব ইন্সপেক্টর মো. মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেন। উদ্ধারকৃত কষ্টিপাথরের নারায়ণ মূর্তিটি আনুমানিক মূল্য প্রায় ৩৫কোটি টাকা। প্রাচীণ এই মূর্তিটি আদালতের মাধ্যমে প্রততত্ত্ব বিভাগের নিকট হস্তান্তর করা হবে বলে জানা যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.