1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

রংপুরে দেড় লাখের বেশি তরুণ ভোটার বেড়েছে রংপুরে

দৈনিক শিরোমণি, রংপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

দৈনিক শিরোমণি, রংপুর জেলা প্রতিনিধি: রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গত নির্বাচনের তুলনায় ১ লাখ ৬৬ হাজার ৬৯৭ জন নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটারও বেড়েছেন ৭ জন। আগের মতো এবারও পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি থাকছে। একই সঙ্গে বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যাও।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নতুন অন্তর্ভুক্ত ভোটারদের একটি বড় অংশই তরুণ প্রজন্ম, যারা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকায় ভোটারসংখ্যা বেড়েছে বলে জানিয়েছে নির্বাচন অফিস।

রংপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয় আসনে মোট ভোটার ছিল ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন। এর মধ্যে নারী ভোটার ছিলেন ১২ লাখ ২০ হাজার ৩৯৪, পুরুষ ১২ লাখ ১২ হাজার ৮৭ ও তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন। ভোটকেন্দ্র ছিল ৮৫৮টি।হালনাগাদ তালিকায় এবার মোট ভোটার দাঁড়িয়েছে ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩, পুরুষ ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩১ জন। ভোটকেন্দ্র বেড়ে হয়েছে ৮৭৩টি।

তথ্য অনুযায়ী, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক মহানগর) আসনে ভোটার বেড়ে হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৩৯৪, পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮২৯ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। নতুন করে যুক্ত হওয়া রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কারণে এই আসনে ভোটার বেড়েছে ৪৩ হাজার ৮ জন। ভোটকেন্দ্র বেড়ে দাঁড়িয়েছে ১৩৯টিতে।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ভোটারসংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন, যা আগের চেয়ে ২৩ হাজার ৮৭৫ জন বেশি। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬২৫, পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। এখানে ভোটকেন্দ্র বেড়ে হয়েছে ১৩৭টি।

রংপুর-৩ (সদর-মহানগর) আসনে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ২২৪ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৮৪৯ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৭০ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এ আসনে ভোট বেড়েছে ১০ হাজার ৪৫৬টি, তবে কেন্দ্রের সংখ্যা কমে হয়েছে ১৬৯টি।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ভোটারসংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৯ হাজার ৬ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৯ হাজার ১১৩, পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৭৮৮ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এখানে ভোটার বেড়েছে ৩১ হাজার ৫২৩, কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত ১৬৩টি রয়েছে।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭২৩, পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার ৪৬২ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। আগের চেয়ে ২৮ হাজার ৮৫৪ জন ভোটার বেড়েছে এবং কেন্দ্রসংখ্যা বেড়ে হয়েছে ১৫২টি।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ভোটার বেড়ে হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫ জন। এর মধ্যে নারী ভোটার হলেন ১ লাখ ৭৯ হাজার ৬২৯, পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ১০২ ও তৃতীয় লিঙ্গের ভোটার অপরিবর্তিত ৪ জন। এখানে নতুন ভোটার যুক্ত হয়েছেন ২৫ হাজার ৯৮১ জন, আর কেন্দ্র সংখ্যা বেড়ে হয়েছে ১১৩টি।

নির্বাচন অফিস সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদের সময় মৃত ভোটারদের নাম বাদ দেওয়ায় তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল হয়েছে।

কাউনিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বসুনীয়া জানান, যাচাই-বাছাই শেষে হালনাগাদ তালিকায় যুক্ত নতুন ভোটারদের বড় অংশই এবারের নির্বাচনে প্রথমবার ভোট দেবেন, যা নির্বাচনী প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক করবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি