দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২৩ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত করা গেছে। এ ছাড়া, ইউকে ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে ২৭ জনের দেহে। পাঁচ জনের দেহে শনাক্ত হয়েছে নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।
তিনি বলেন, ২৬৩টি সিকোয়েন্সিংয়ের মধ্যে ৮৫ জনের সাউথ আফ্রিকান, ২৩ জনের ভারতীয়, ২৭ জনের যুক্তরাজ্য এবং পাঁচ জনের দেহে নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
তাহমিনা জানান, করোনার ভ্যারিয়েন্ট কোনো নতুন বিষয় নয়। যত জিনোম সিকোয়েন্স করা হবে, তত ধরনের ভ্যারিয়েন্ট শনাক্ত হবে। নতুন নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব হবে। ভ্যারিয়েন্ট যাই হোক না কেন, স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতটুক সম্ভব ঘরের মধ্যে অবস্থান করতে হবে। ঘরের বাইরে বের হলে সঠিকভাবে মাস্ক পরতে হবে। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
‘সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। ভ্যাকসিন নেয়ার সময় আসলে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]