দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ শনিবার (১৩ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪৩ লাখ চার হাজার ২৫৯ জন। আর আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৮৬ হাজার ১৩২ জন। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ৮৮৫ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। শনিবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫৫ লাখ ৮৮ হাজার ৭০৫ জন।
যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৩৯ হাজার ৮৯৭ জন এবং নারী ১৫ লাখ ৬৪ হাজার ৩৬২ জন।
দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২৯ হাজার ২৩৬ জন, ময়মনসিংহ বিভাগে চার হাজার ২৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ১৬৯ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৭৮৫ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২০ জন, খুলনা বিভাগে ১০ হাজার ৬৪৭ জন, বরিশাল বিভাগে দুই হাজার ২১১ জন আর সিলেট বিভাগে দুই হাজার ৭৯৪ জন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]