দেশে ভ্যাকসিনের কারণে কেউ মারা যায়নি, যে কয়জন মারা গিয়েছে তারা বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। দুপুরে টাঙ্গাইলে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিক্যাল কলেজের কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, ইংল্যান্ডে নতুন ধরনের করোনা ভাইরাস আবিস্কার হলেও বাংলাদেশে এখনও এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, ভ্যাকসিন কার্যক্রম খুবই সফলতার সাথে যাচ্ছে। দেশে তিন কোটি ভ্যাকসিন শেষ হবার পর আরো তিন কোটি ভ্যাকসিন আনা হচ্ছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পেটের ভেতরে গজ রেখে যে সেলাই করা হয়েছে সে বিষয়ে তদন্তের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]