বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় চর শুশুয়া আছাতুন্ননেছা দাখিল মাদরাসার ৬৯ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে উন্নত মানের কম্বল, জ্যাকেট এবং শিক্ষার্থীদের মায়েদের জন্য একটি করে উষ্ণ শাল প্রদান করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুশীলনের উপপরিচালক মোস্তফা বকুলুজ্জামান এবং মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির।
এ সময় উপস্থিত ছিলেন অর্জুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ, সুশীলনের হিসাব কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মোমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা বলেন, যমুনার চরের মানুষ সবসময়ই প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল পরিবেশের মুখোমুখি থাকে। বিশেষ করে শীত মৌসুমে এই এলাকার শিক্ষার্থীরা যেমন কষ্ট পায়, তেমনি তাদের পরিবারও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা হয় এবং এরকম মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]