নোয়াখালীতে দুদকের করা মানি লন্ডারিং এর মামলায় জজকোর্ট এর নাজির (রেকর্ড কিপার) মো.আলমগীর হোসেনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার(১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আদালত এ নির্দেশ দেয়।
মো.আলমগীর হোসেন ফেনী জেলার দাগনভুঞা উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে নোয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড কিপার হিসেবে কর্মরতঃ ছিল। তার বিরুদ্ধে দুদক, নোয়াখালী মানি লন্ডারিং এর অভিযোগ এনে মামলা দায়ের করে যা নোয়াখালী জর্জ কোর্টে চলমান রয়েছে। এর আগে তাকে ২০১৯ সালের ১৯ আগষ্ট দুদক গ্রেফতার করেছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]