টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)
শুক্রবার (৩০ জুলাই) সকাল পৌনে ১১ টায় ঢাকার শ্যামলী স্প্যাশালাইসড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। পরিবার সূত্রে জানা যায়, গত (৪ জুলাই) রবিবার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম তার স্ত্রী নারগিস আক্তারসহ স্ব-পরিবার করোনা আক্রান্ত হন। সেসময় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেয়া শুরু করেন। এর আগে তিনি তার স্ত্রীসহ গেল ২০ ফেব্রুয়ারি ও ২০ এপ্রিল ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার ২ ডোজ টিকা গ্রহন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছিলেন, পরিবারিকভাবে তিনি আওয়ামীলীগের রাজনীতি করতেন। তিনি দীর্ঘদিন ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।তিনি টাঙ্গাইল জেলা বার সমিতির সভাপতি ছিলেন। আওয়ামীলীগের মনোনয়নে তিনি পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট মাঠে ও বাদ মাগরিব তার নিজ গ্রাম সাফলকুড়ায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠত হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]