জয়পুরহাটের কালাইয়ে দুই ছেলের ’ফ্রি-ফায়ার’ গেম খেলাকে কেন্দ্র করে মোবাইল ভাঙার জেরে স্বামীর মারধরে প্রাণ গেল গৃহবধূর। মঙ্গলবার বিকাল ৩টার দিকে কালাই পৌরসভার পাঁচশিরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে চাতাল শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু আপন (১১) এবং পরাণ (৯) নামের দুই সৎভাই বেলা আড়াইটার দিকে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলছিল। এ সময় পরাণের মা চাতাল শ্রমিক সর্দার শাহিনুর (২৮) ছেলেদের দু-তিনবার ডাক দেন। কিন্তু খেলায় ব্যস্ত থাকায় তারা শুনতে পায়নি।
ফলে ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে আছাড় দিলে তা ভেঙে যায়। কিছুক্ষণ পরে শাহিনুরের স্বামী চাতাল শ্রমিক আজিবর রহমান মনু বিষয়টি জেনে স্ত্রীকে মোবাইল ভাঙার কারণে মারপিট করে। এ ঘটনায় শাহিনুর গুরুতর আহত হন। তাকে জেলার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কালাই থানায় আনা হয়।
কালাই থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]