মোঃ শামীম শেখ, দিঘলিয়া উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিঘলিয়া উপজেলায় নিরাপত্তা মহড়া দিয়েছে বাংলাদেশ নৌ বাহিনী।
আজ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু করা হয়।
এর পর বারাকপুর বাজার এবং সেনহাটি পথের বাজার এলাকায় মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাতসহ শতাধিক নৌবাহিনীর সদস্যরা মহড়ায় অংশগ্রহণ করে।
কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া জানান ক্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা -৪ এর দিঘলিয়া উপজেলা আসনের নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে এ মহড়া পরিচালনা করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]