
মোঃ শামীম শেখ দিঘলিয়া উপজেলা প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (অদ্য) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
মোঃ আলমগীর শিকদার (২১), পিতা ফটিক শিকদার, গ্রাম: সেনহাটি ৮ নম্বর ওয়ার্ড;
লাদেন খাঁ (২২), পিতা নিকবার খাঁ, গ্রাম: সেনহাটি মসজিদপাড়া;
দ্বীন ইসলাম শিকদার (২১), পিতা শুকুর শিকদার, গ্রাম: সেনহাটি মসজিদপাড়া;
হাবীব শিকদার (২৬), পিতা শুকুর শিকদার, গ্রাম: সেনহাটি মসজিদপাড়া;
এবং রকি শেখ (২৭), পিতা জাকির শেখ, গ্রাম: ফরমায়েশ খানা।
অভিযান শেষে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও পরিবহন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে জানিয়েছেন সচেতন মহল।