রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ১২ মহর্রম ১৪৪৭
দামুড়হুদায় ইয়াবাসহ সাংবাদিক হাবিব আটক
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক সাংবাদিককে আটক করেছে। সোমবার (২৩শে মে) রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. হাবিবুর রহমান ওরফে মুতুড়ে হাবিব (৩৮) দামুড়হুদা দশমীপাড়ার মো. আশরাফুল আলম বকুলের ছেলে এবং দামুড়হুদা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মারজান আল মোনায়েম সঙ্গীয় অফিসার ফোর্সসহ সোমবার রাতে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন রুবেল মোটর সাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুর রহমানকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.