রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ৭ জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ১১ মহর্রম ১৪৪৭
দাগনভূঞায় নিবন্ধন ছাড়াই চলছে টিকা প্রদান
আবুল হাসনাত রিন্টু, প্রতিনিধি,ফেনীর দাগনভূঞায় মা ও শিশু হাসপাতালকে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ও নিবন্ধন ছাড়া হেপাটাইটিস বি এর টিকা প্রদান ও বিভিন্ন অনিয়ম পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দাগনভূঞার ফাজিলের ঘাট রোডে হাসপাতালটিতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি।
সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের অনুমোদন ও নিবন্ধন ছাড়া হেপাটাইটিস বি এর টিকা কার্যক্রম পরিচালনা করছিল হাসপাতালটি। এছাড়া হাসপাতালের ফার্মেসীর হালনাগাদ রেজিস্ট্রেশন না থাকা, সনদ ছাড়া নন ডিপ্লোমাকে দিয়ে নার্সিংয়ের কাজ করা, ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় ও সাইফ উদ্দিন সাজু নামের এক ব্যক্তি ডিএমএ স্বল্প মেয়াদী কোর্স করে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখা ও অপারেশন সহযোগিতা এবং নামের সাথে ডাক্তার ব্যবহার করায় এ জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। তিনি জানান, ডিএমএ ডিগ্রি নিয়ে রোগী দেখা বা অপারেশনে সহযোগিতা করা অপরাধ। দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি জানান, হাসপাতালটির পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছিল সরকারিভাবে হেপাটাইটিস বি টিকা দেওয়া হচ্ছে। যদিও স্বাস্থ্য বিভাগ হতে দাগনভূঞা মা ও শিশু হাসপাতালকে এ ধরণের কোন দায়িত্ব দেওয়া হয় নি। তাই মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের ঠকানো হচ্ছে বিধায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা লংঘনের অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.