দৈনিক শিরোমণি ডেস্ক: জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব মনে করেন, ‘সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক বোঝাপড়া ও জনগণের সাথে ডিলিং’— যাদের মাঝে একইসাথে এই তিনটি দক্ষতা উপস্থিতি থাকে, রাজনৈতিক দলের ক্ষেত্রে তারাই সামনের দিকে এগিয়ে যায়। নাহিদ ইসলামের মাঝে ‘আন্দোলনের প্রথম থেকেই ওই তিনটি জিনিসের যথাযথ মেলবন্ধন আছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই কারণেই তার নেতৃত্ব গ্রহণযোগ্য হয়েছে।’
আদীব আরও বলেন, নাহিদ ইসলাম সবার জন্য ‘ছাতার (আমব্রেলা) মতো’ এবং ‘রাজনীতি ও জনগণের মেলবন্ধনটা তিনি ভালোভাবে প্লে করতে পারেন’।
জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীনের সাথেও এ বিষয়ে কথা হয়। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ‘ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের আহ্বানটা নাহিদ ইসলাম দিয়েছিলো। গণঅভ্যুত্থানের আইকন বলা যায় তাকে। গণঅভ্যুত্থানের পরে যেহেতু ওই চেতনাকেই ধারণ করে দল গঠিত হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই নাহিদ ইসলাম এখানে প্রধান চরিত্র হয়ে ওঠেন,’ যোগ করেন তিনি।
নতুন দলের প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে একই প্রশ্ন তাকেও করা হলে বলেন, এটি ‘সম্পূর্ণভাবে স্ট্র্যাটেজিক্যাল’ কারণে করা হয়েছে। এমনিতে আমাদের রাজনীতি কালেক্টিভ। নাহিদ ইসলামকে যদি বলা হয়, তুমি সদস্য হিসাবে থাকবা, সে সদস্য হিসাবে থাকবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ড. জোবাইদা নাসরীন বলেন, ‘তাকে আমরা কোটা আন্দোলন থেকে দেখছি। আস্তে আস্তে সে নিজেকে তৈরি করেছে। তিনি অনেকের মাঝে তার জায়গাটা তৈরি করতে পেরেছেন। তিনি ক্ষমতা থেকে বের হয়ে দল তৈরি করেছেন। তিনি বলেছেন যে তিনি রাজপথে মানুষের সাথেই থাকতে চান। একজন নেতা হিসাবে মানুষের সাথে থাকার যে প্রতিশ্রুতি, তা গুরুত্বপূর্ণ।
Notifications