
জুলফিকার তালুকদার, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি:দক্ষিণ আইচা কলেজে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন। “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন”—এই শক্তিশালী শ্লোগানে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ চত্বর পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে তৈরি হয় সচেতনতার আবহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আহসান কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন—কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জনাব সিরাজুল ইসলাম সবুজ খান, কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্বে) জনাব সিরাজ মাহমুদ, ২৪ এর জুলাই যোদ্ধা মোঃ খাইরুল হাসান, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সভাপতি জনাব সিরাজুল ইসলাম সবুজ খান তাঁর বক্তব্যে বলেন— “মাদক একটি নীরব বিষ। এটি শুধু একজন মানুষকে নয়—পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সন্তানের স্বপ্ন, ভবিষ্যৎ ও প্রতিভা যেন মাদকের কাছে পরাজিত না হয়, সেজন্য শিক্ষক, অভিভাবক ও সমাজকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। শুধু আইন নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের মাদককে ‘না’ বলতে হবে। যুবসমাজকে সঠিক পথে ফেরানোই আজ আমাদের সবার বড় দায়িত্ব।”তিনি আরও বলেন—দক্ষিণ আইচা কলেজ শুধু শিক্ষার প্রতিষ্ঠান নয়—এটি একটি পরিবার। এই পরিবারের প্রতিটি শিক্ষার্থীর নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত জীবন নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আজ আমরা যে শপথ নিলাম, তা যেন বাস্তব জীবনে প্রতিফলিত হয়।
ওসি আহসান কবির বলেন— মাদক যুবসমাজকে ধ্বংসের গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ—সবাইকে একসাথে এগিয়ে না এলে মাদক নির্মূল সম্ভব নয়।”
অনুষ্ঠানের শেষে সবাই একসঙ্গে মাদকবিরোধী আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান।
মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারে দক্ষিণ আইচা কলেজের এই ক্যাম্পেইন এলাকায় নতুন উদ্যম এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।