রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্রম ১৪৪৭
থানচিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
থানচি (বান্দরবান) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ "মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় যথাযথভাবে বান্দরবানে থানচিতে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ অক্টোবর) সকালে থানচি থানা হলরুমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, তিন্দু (ইউপি) চেয়ারম্যান মংপ্রু অং মারমা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিমন ত্রিপুরা, বাজার কমিটির সভাপতি স্বপন কুমার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বকুলী মারমা প্রমূখ। এছাড়াও থানার কর্মকর্তা কর্মাচারীগণ, স্থানীয় সাংবাদিক, আনসার ভিডিপি সদস্য,জনপ্রতিনিধি, জনগণ ও সুশীল সমাজে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা বলেন, পুলিশ জনগনে পাশে থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করতে ঐক্যবন্ধভাবে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দুর করতে পুলিশকে সহযোগীতা করে সকলে এগিয়ে আসলে ন্যায় পরায়নতা সাথে নিরলসভাবে কাজ করে সুন্দর পুলিশিং ব্যবস্থা গড়া সম্ভব হবে।বক্তারা আরো বলেন, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতনসহ সর্বপ্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করতে সকলকে আহ্বান জানান বক্তারা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.