খুলনা প্রতিনিধি: খুলনার তেরখাদা উপজেলায় পচা মাংস ও নাড়িভুড়ি রান্না করে হোটেলে বিক্রির দায়ে সাহেব হোটেলের মালিক সাহেব আলীকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মে দুপুরে সাহেব আলীকে খুলনা থেকে সিএনজিতে ফেরার পথে আটক করে যৌথ বাহিনী। সিএনজি থেকে বিপুল পরিমাণ পচা মাংস জব্দ করা হয়।পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আঁখি শেখ তার হোটেল ও বাড়িতে অভিযান চালিয়ে অভিযোগ প্রমাণ পান। জব্দকৃত মাংস জনসমক্ষে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর দোহলে রানা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান, প্রতিদিন নিয়মিতভাবে স্থানীয়ভাবে গরু জবাই হয়, তবু সাহেব আলী কেন পচা মাংস আনতেন তা রহস্যজনক।
ঘটনার পর সাহেব আলী জনসমক্ষে দু’হাত তুলে ক্ষমা চান ও ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি দেন। স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications