মফিজুল ইসলাম জুম্মন, তেরখাদা উপজেলা প্রতিনিধি: তেরখাদা থানা পুলিশ ১৮ মার্চ অভিযান চালিয়ে দুই জন সাজাপ্রাপ্ত ওযারেন্টভুক্ত আসামী আটক করেছে।
পুলিশ জানায়, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে তেরখাদা এলাকা থেকে সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১জনকে এবং গোপালগঞ্জ সদয় এলাকা থেকে জি আর মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেন। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, তেরখাদা উপজেলাকে সুষম সেবা প্রদানের লক্ষ্যে পুলিশি কার্যক্রম সচল রয়েছে।
তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে দিবারাত পরিশ্রম করছে তেরখাদা থানা ও ক্যাম্প পুলিশ সদস্যরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications