রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ আগস্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ২ রবিউল আউয়াল ১৪৪৭
তারাগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় নিহত-১,আহত-৬
মোঃ রহমত মণ্ডল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক জন সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। আজ সোমবার সকাল অনুমান সাড়ে ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদের পাশে আনজিরন নেছা কৃষি ইনিস্টিটিউটের সামনে সৈয়দপুরগামী একটি প্রাইভেট কার তারাগঞ্জ বাজারগামী একটি ব্যাটারীচালিত ভ্যানকে ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনাট ঘটে।প্রাইভেটকার ও ভ্যানটি সড়কের পাশের খাদে উল্টে গিয়ে ৬ জন আহত হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় উপজেলার ঘনিরামপুর গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম(৫৫), ঝাকুয়াপাড়া গ্রামের দুদু মিয়া, স্বপন মিয়া, কাজীপাড়া গ্রামের লায়লা বেগমসহ কয়েকজন মহাসড়ক দিয়ে অটো ভ্যান যোগে বাজারে যাচ্ছিলেন।ওই সময় সৈয়দপুরগামী একটি প্রাইভেট কার পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। ভ্যানটি প্রাইভেট কারের নিচে চাপা পড়ে ।এতে ঘটনাস্থলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম নিহত হয় এবং আহত হয়েছে ৬জন। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় দুদু মিয়া, স্বপন মিয়া, ভ্যান চালক মোখলেছুর রহমান, লায়লা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার ও অটো ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.