বাঘা(রাজশাহী) প্রতিনিধি:ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ,বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি, বিএম. ডিসি, বিএম আর.সি এর নির্বাহী কমিটির সদস্য ডাঃ পরিমল চন্দ্র মল্লিক ছাড়াও তার পরিবারবর্গসহ একটি প্রতিনিধি দল রাজশাহীর বাঘা উপজেলার ৫শত বছরের ঐতিহাসিক শাহী মসজিদ ও মাজার,দিঘা পরিদর্শন করেছেন।
সোমবার (৯ জুন-২৫) বিকেল ৩টার দিকে ১৫ সদস্যের প্রতিনিধি দলটি ঐতিহাসিক বাঘা মসজিদসহ দিঘি ও এর আশপাশের বিভিন্ন স্থাপনা সমূহ পরিদর্শন করেন।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ভগ্নিপতি ডাঃ পরিমল চন্দ্র মল্লিক। তিনি ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ,বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি, বিএম ডিসি, বিএম আর সি এর নির্বাহী কমিটির সদস্য। দলের অন্য সদস্যরা হলেন, ঢাকা ডেন্টাল কলেজ ড্যাব এর কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা: আতিক মাহমুদ, ডা: সমীর বনিক। এর আগে প্রতিনিধি দল সারদা পিটিসি ও ক্যাডেট কলেজ এলাকা পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ,বাঘা উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আশাদুজ্জামান আসাদ, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের ইনচার্জ ডাঃ সুমন রেজা,ডা: তামিম আহমেদ, ডা: মেয়র, ডা: মৌমিতা পান্ডে, ড: মাসুম মুশফিক,বাঘা শাহী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান এসা কোষাধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]