মো: সেলিম রেজা, মিরপুর থানা প্রতিনিধি: মিরপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার। রাজধানীর মিরপুরে ৯ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনও পিস্তলসহ মো. ফারুক (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছ ..
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাইনখোলা কমার্স কলেজের বিপরীত পাশের ৫ নাম্বার রোড থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিএমপির মিরপুর মডেল থানা।
থানা সূত্রে জানা গেছে, গোপন খবরে কমার্স কলেজের বিপরীত পাশে ৫ নাম্বার রোডে অভিযান চালানো হয়। এ সময় পিস্তল ও গুলিসহ দাঁড়িয়ে থাকা ফারুক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
পরে তাকে আটক করা হয়।মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ রোমন বলেন, গ্রেপ্তার হওয়া ফারুককে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications