নীলফামারী থেকে মোঃ ইমরান ইসলাম: নীলফামারীর ডিমলা উপজেলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে ছাত্র, যুব এবং গণঅধিকার পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্তরে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু ইসলাম এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রাজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোরসালিন ইসলাম এবং গণঅধিকার পরিষদ ৪ নং খগাখড়িবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুল মজিদ।
এছাড়াও র্যালিতে অংশগ্রহণ করেন গণঅধিকার পরিষদের নেতা মোহাম্মদ আজিজুল ইসলাম, মোঃ তাইবুল ইসলাম, মোঃ হাসানুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম আকাশ সহ আরও অনেক নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “সাধারণ মানুষের প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব নয়, এর জন্য প্রয়োজন দূরদৃষ্টি সম্পন্ন, সৎ ও যোগ্য নেতৃত্ব। এই নেতৃত্ব সমাজের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও উন্নয়নের জন্য সঠিক দিকনির্দেশনা দিতে পারে।”
র্যালির মাধ্যমে যুব সমাজের মাঝে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়।