
ফজলুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: রুহিয়ায় চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা খেল গ্রাম পুলিশ বেলাল হোসেন(৩৬)।
শনিবার সন্ধ্যায় রুহিয়া থানাধীন সেনিহাড়ি পুকুরপাড়ার গ্রামের মৃত মনসুর আলীর ছেলে হারুন রশীদের বাড়িতে এই ঘটনা ঘটে।
ইউপি সদস্য আসির উদ্দিন জানান, স্থানীয় গ্রাম পুলিশ বেলাল হোসেন চুরি করে পালিয়ে যাওয়া সময় এলাকাবাসী তাকে আটক করে।
আমি বেলালকে আটক অবস্থায় জিজ্ঞেস করে জানতে পারি চুরির ঘটনা সত্য। তারপর রুহিয়া থানা পুলিশ বেলালকে থানায় নিয়ে যায়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, বেলাল হোসেনের নামে রুহিয়া থানা একটি মামলা হয়েছে। যার মামলা নং ১০,তারিখ-২৫/১২/২২ইং।
                     
                    
                    
                    
	
				
		no views