1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর চেয়ারম্যান আকবর হোসেন আর নেই

মোঃফজলুর রহমান,ঠাকুরগাঁওঃ
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

ফজলুর রহমান,ঠাকুরগাঁওঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঠাকুরগাঁও পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, বিশিষ্ট সমাজেসেবক আকবর হোসেন (৮৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন।মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার তাঁর শ্বাসকষ্ট শুরু হলে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে রেফার্ড করা হয়। ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া নিবাসী আকবর হোসেন ছিলেন চিরকুমার। আকবর হোসেন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের ইসলামপুরে শরণার্থী ক্যাম্পের দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আকবর হোসেন ভারতীয় প্রশাসন ও বাংলাদেশ সরকারের তৎকালীন অস্থায়ী সরকারের সাথে যোগাযোগ করে মুক্তিযুদ্ধের কৌশল নির্ধারণসহ বাংলাদেশি তরুন ও যুবকদের একত্রিত করে মুক্তিযুদ্ধের প্রশিণের ব্যবস্থা করেন।

তিনি ঠাকুরগাঁও পৌরসভার একজন সফল নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। একসময় মঞ্চনাটকে ও চলচিত্রে অভিনয়ও করেন। চিত্র নায়ক ও পরিচালক রহমান পরিচালিত দরশন ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। তিনি ঠাকুরগাঁও নাট্যসমিতির একজন সদস্য ছিলেন। সর্বশেষ তিনি জেলা আওয়ামীলীগের একজন উপদেষ্টা ছিলেন। ছিলেন একজন ক্রীড়া সংগঠকও। মঙ্গলবার বাদ আছর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নামাজে জানাজা ও সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গীহাটের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো: জাহিদুর রহমান জাহিদ, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা জাপার সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, দৈনিক লোকায়ন সম্পাদক মো: সাকেরুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, সাধারণ সম্পাদক এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক শুভ রহমান, ঠাকুরগাঁও প্রেসকাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, জেলা জসদের সভাপতি রাজিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি