মোঃ তরিকুল ইসলাম,নড়াগাতী থানা প্রতিনিধি: নড়াইল জেলা কালিয়া উপজেলার পহরডাঙ্গা, বাঐশোনা, কলাবাড়িয়া, খাশিয়াল ইউনিয়নের একাধিক গ্রাম টানা কয়েকদিনের ভারী বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে অত্র এলাকার সাধারণ মানুষ বিশেষ করে দিনমজুর, কৃষক ও ভ্যানচালকরা পড়েছেন চরম দুর্ভোগে। কাজ না থাকায় তারা এখন মানবেতর জীবন যাপন করছেন।
টানা বৃষ্টির কারণে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে করে রান্নাবান্না, চলাফেরা, এমনকি স্বাভাবিক ঘুমানোও কষ্টকর হয়ে উঠেছে স্থানীয়দের জন্য।
দিনমজুর নিজাম মোল্লা বলেন, “ভোরে ঘুম ভাঙে বৃষ্টির শব্দে, সারাদিন পলিথিনের নিচে বসে কাটাই। কোনো কাজ নেই, পেট চালাবো কীভাবে?”
বিশেষ করে দিনমজুর শ্রেণির মানুষরা ঘর থেকে বের হতে না পারায় কোনো রকম আয়-রোজগার করতে পারছেন না। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন।
এদিকে জরুরি প্রয়োজন মেটাতে কেউ কেউ বাধ্য হয়ে পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছেন, কারণ কর্ম ও নিত্যপ্রয়োজনীয় দ্রবাদি কেনা কাটার জন্য।
স্থানীয় বাসিন্দা সহিদ সিকদার জানান, টানা বৃষ্টির কারণে প্রতিটি ঘরে পানি উঠে গেছে। শোবার জায়গা নেই, রান্না করা যাচ্ছে না, শিশু ও বৃদ্ধরা এবং গবাদিপশু সবচেয়ে বেশি কষ্টে আছেন।
পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম জানান, সাধ্যমতে আমি সার্বিক চেষ্টা করে যাচ্ছি ও যথাযথ কতৃপক্ষকে অবহিত করব যাহাতে এসব অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এই অবস্থায় ভুক্তভোগীরা সরকারের জরুরি খাদ্য সহায়তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবিলম্বে ত্রাণ সহায়তা ও জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম শুরু করা হোক, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।