মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ শনিবার (১৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা ও তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সীমান্তবর্তী শহীদ সিরাজ লেকে (নীলাদ্রি লেক) পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জ হাওর বেষ্টিত একটি জেলা। এ জেলাকে অধিকাংশ মানুষ চেনেন টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে। বিগত সময়গুলোতে আমাদের এখানে প্রচুর পর্যটক এসেছে। তবে দুঃখের বিষয় পর্যটকরা হাওরে প্লাস্টিকের বোতল, খাবারের প্লেট, ময়লা-আবর্জনা ফেলে যান। এতে পরিবেশ দূষণ হচ্ছে, নষ্ট হচ্ছে হাওরের জীব বৈচিত্র্য। হাওরের পরিবেশ রক্ষায় আমরা এখন থেকে কঠোর অবস্থানে যাবো।পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন খাঁন এবং সাধারণ সম্পাদক অমল কান্তি কর সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ।এ সময় হাওরের পরিবেশ রক্ষায় জেলা প্রশাসক স্থানীয় জনপ্রতিনিধি ও হাওর পাড়ের গ্রামগুলোর লোকজনকে সচেতন হওয়ার আহবান জানান
Notifications