
বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল।
টাঙ্গাইল অ্যাসোসিয়েশন উত্তরার আয়োজনে এবং সাউদার্ন অ্যাপারেল হোল্ডিংস লিমিটেড ও ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্পন্সরশিপে শীতার্ত মানুষের মাঝে ৪৫০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত শীতবস্ত্রের মধ্যে ছিল ১০০টি চাদর, ১০০টি কম্বল, ১০০টি সোয়েটার এবং ১৫০ পিস শিশুদের কানটুপি।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাপলাবাড়ি ফাতেমা-মকবুল মডেল এতিমখানা প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. মকবুল হোসেন, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের পরিচালক আয়েজ উদ্দিন আজাদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টাঙ্গাইল অ্যাসোসিয়েশন উত্তরার সভাপতি খন্দকার ইলিয়াস হোসেন এবং যুগ্ম সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল লতিফ।
অনুষ্ঠানে টাঙ্গাইল অ্যাসোসিয়েশন উত্তরার যুগ্ম সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল লতিফ বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।
আলহাজ্ব মো. মকবুল হোসেন বলেন, এই শীতবস্ত্র বিতরণ শীতার্তদের অনেক উপকারে আসবে। আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকলে সমাজের অসহায় মানুষ উপকৃত হবে।