বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনে বাস্তবায়নে, চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চর শুশুয়ায় আছাতুন্ননেছা দাখিল মাদরাসার ৬৯জন শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাউল ২৫ কেজি, মসুরের ডাল ২ কেজি, সয়াবিন তেল ২কেজি, আটা ২ কেজি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, লাইফবয় সাবান ৪ পিস, টুথব্রাশ ১ পিস, টুথপেস্ট ২ পিস, চিনি ২ কেজি, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, লবণ ২ কেজি, নুডুলস ১ প্যাকেট ।
এসময় উপস্থিত ছিলেন, এইচসিআই এর কমপ্লায়েন্স অফিসার মো. নাইমুল হাসান, অর্জুনা ইউপি প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ, শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মমিনুর রহমান, সুশীলনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর রুমা খাতুন প্রমুখ। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন প্রকল্পের ফোকাল পারসন মোস্তফা বকুলুজ্জামান ও মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির।
উল্লেখ্য দাতা সংস্থা এইচসিআই, সুশীলনের মাধ্যমে বছরব্যাপী একই প্রকল্পের আওতায় শুশুয়া চরে ৬৯ জন ও কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ২৩৯জন শিক্ষার্থীদের মাঝে উৎসবের পোশাক, খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]