টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরাঞ্চল শুশুয়ায় আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম এর আওতায় ৬৯ জন শিশুর মাঝে পোশাক ও জুতা বিতরণ করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বেলা ৩টায় শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে ৬৮ জন কন্যা শিশুকে বোরখা, থ্রি-পিস, জুতা ও স্কার্ফ এবং ১ জন ছেলে শিশুকে শার্ট-প্যান্ট, পাঞ্জাবি, পাজামা ও জুতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মমিনুর রহমান, সুশীলনের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমা খাতুন, ও ভলান্টিয়ার রাশিদা খাতুন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা বকলুজ্জামান এবং মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির।
সুবিধাভোগী শিশুরা জানান, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের সহায়তায় তারা বছরজুড়ে শিক্ষা উপকরণ, খাদ্যসামগ্রী, স্বাস্থ্য সহায়তা, পোশাক, খেলাধুলার সরঞ্জাম, ঈদ উপহার, ছাতা, ব্যাগ, পানির পটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। তারা আরও বলেন, বন্যাকবলিত এলাকা হওয়ায় আমাদের অভিভাবকেরা এসব দিতে পারতেন না। এখন এসব পেয়ে আমরা নিয়মিত মাদরাসায় যেতে পারছি.
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]