রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ২২ মহর্রম ১৪৪৭
টঙ্গীবাড়ীতে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা
মোঃ মাসুম, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা হয়েছে। রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের চেযারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নবীন কুমার রায়, ইউপি সদস্য আজিজ মিঝি, শাহিন খান, আবু বাক্কার মজুমদার, আ. রব, মজিদ হাওলাদার, আজাদ বেপারী, শাহ আলম বেপারী, দেলোয়ার হোসেন শেখ, মহিলা ইউপি সদস্য হেনা বেগম, ময়না আক্তার দুলি, হোসেনে আরা বেগম, আ’লীগ নেতা মনির হোসেন, ইয়াদ আলী মাদবর, লস্কর খান, চঞ্চল সিকদার, বাদল মিজি, সাংবাদিক সামসুদ্দিন তুহিন, আরিফ মোল্লা প্রমুখ। সভায় ইউপি সচিব গোলাম মোস্তফা ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। তিনি জানান- নিজস্ব উৎস থেকে আয় ১৬ লক্ষ ৬৩ হাজার ৬০০ টাকা। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে উন্নয়ন বাবদ প্রাপ্ত আয় ১ কোটি ৭ লক্ষ ১৬ হাজার ৩৩৫ টাকা। এ দিকে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ৭৯ হাজার ৯৩৫ টাকা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.